করবো নাঃ দৈনন্দিন ব্যবহারের নানা পৃষ্ঠতল এবং সরঞ্জাম পরিষ্কার না করে, স্বাভাবিক সময়ে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবে ব্যবহার করতে থাকা।
করবোঃ দরজার ছিটকিনি ও হাতল, গাড়ির দরজার হাতল, লিফটের বোতাম, ফোন, চশমা, মানিব্যাগ ইত্যাদি প্রতিদিন সাবান-পানি কিংবা জীবাণুনাশক পদার্থ দিয়ে পরিষ্কার করবো।