অনুসন্ধান করে বের করা হয়ে যে ১ ডিসেম্বর, ২০১৯ তারিখে মধ্য চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ঘটে। সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, উহান পৌর স্বাস্থ্য কমিশন ৩১ ডিসেম্বর একটি জনবিজ্ঞপ্তি প্রচার করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩ মার্চ, ২০২০ তারিখ পর্যন্ত বিশ্বব্যাপী COVID-19 এর সনাক্ত করা রোগী দের প্রায় ৩.৪% মারা গিয়েছে। তুলনা করতে গেলে বলা যায় মৌসুমি ইনফ্লয়েঞ্জা বা ফ্লু তে সংক্রমিত মানুষদের মধ্যে ১% এর কম মারা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাস মহামারিকে ৩১ জানুয়ারী, ২০২০ তারিখে একটি বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে। আশঙ্কা ছিল যে ভাইরাসটি দুর্বল এবং ক্ষুদ্রতর স্বাস্থ্য খাত সম্পন্ন দেশগুলোতে (যেমন বাংলাদেশ) ছড়িয়ে পড়বে।