1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15





আপনার নাম এবং ই-মেইল এ্যাড্রেস দেয়া বাধ্যতামূলক নয়। কিন্তু এই তথ্যগুলো দিলে আমরা করোনা পরিস্থিতি অগ্রসর হওয়ার সাথে সাথে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আপডেট এবং অগ্রগতির ব্যাপারে আপনাকে জানাতে পারবো।

Myth 1

করোনা ভাইরাস (COVID-19) উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে ছড়ায় না

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, COVID-19 বা করোনা ভাইরাস সকল জলবায়ুতে, সব ধরণের তাপমাত্রায়, সর্বত্র ছড়াতে পারে। জলবায়ু এবং আবহাওয়া নির্বিশেষে যে যেখানেই থাকি, করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে কিংবা সংক্রমণের সম্ভাবনা রয়েছে - এমন কোথাও বসবাস করলে বা যেতে হলে আমাদের সকলের উচিত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা।

[source]

n

Myth 2

নিউমোনিয়া প্রতিরোধক ভ্যাক্সিন করোনা ভাইরাসকে প্রতিহত করতে পারে না

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

নিউমোনিয়ার বিরুদ্ধে যেসকল ভ্যাক্সিন দেয়া হয়ে থাকে - যেমন নিউমোকক্কাল ভ্যাক্সিন এবং হেমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ ‘বি’ ভ্যাক্সিন - সেগুলো এই করোনা ভাইরাস এর বিরুদ্ধে অকার্যকর। ভাইরাসটি এতটাই নতুন এবং ভিন্ন ধরণের যে এর জন্য নতুন ভ্যাক্সিন তৈরী করা প্রয়োজন। বিশ্বব্যাপী অসংখ্য গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় এই করোনা ভাইরাস এর ভ্যাক্সিন আবিষ্কার এর কাজ চলছে।

[source]

y

Myth 3

করোনা ভাইরাস বয়সে কম ব্যক্তিদের কিংবা তরুণদের আক্রমণ করে না

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

সকল বয়সের মানুষই এই করোনা ভাইরাস সংক্রমণের শিকার হতে পারে। যাদের বয়স কম, তাদের রোগের উপসর্গ দেখা দেওয়ার সম্ভাবনা কম, কিন্তু তারা ঠিকই অন্যদের মাঝে এই ভাইরাস ছড়িয়ে দেয়ার বাহন হিসাবে কাজ করতে পারে।

[source]

n

Myth 4

এ্যান্টিবায়োটিক করোনা ভাইরাস এর উপর কাজ করে না

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

এ্যান্টিবায়োটিক কোনও ভাইরাস এর উপরই কাজ করে না। এ্যান্টিবায়োটিক কাজ করে অন্য এক ধরণের জীবাণুর উপর, যাকে আমরা চিনি ব্যাক্টেরিয়া হিসাবে।

[source]

y

Myth 5

থানকুনি পাতা খাওয়ার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা কমিয়ে আনা যায়

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

থানকুনি পাতা খাওয়ার সাথে করোনা ভাইরাস সংক্রমণ রোধের কোনো সম্পর্ক নেই।

[source]

n

Myth 6

সুস্থ হলেও সকল পরিস্থিতিতে মাস্ক পরে থাকা অপরিহার্য

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

যদি কেউ রোগীর সেবায় নিয়োজিত থাকে কিংবা নিজে অসুস্থ থাকে এবং হাঁচি কাশি দিতে থাকে, তাহলে তার মাস্ক পরে থাকা অপরিহার্য। তবে নিরাপত্তার স্বার্থে মাস্ক পরে থাকায় কোনও ক্ষতি নেই। যদি কেউ মাস্ক পরে থাকার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা সঠিক উপায়ে পরা উচিত।

[source]

n

Myth 7

এলাকার যে কোন ক্লিনিক, চেম্বার বা বেসরকারী হাসপাতাল থেকে করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষা করাতে পারবো

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

বর্তমানে শুধু রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (IEDCR) এর তত্ত্বাবধানে করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা করা হয়। অন্য কোনও স্বাস্থ্য সংস্থা, হাসপাতাল কিংবা ক্লিনিকে এই পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই। IEDCR এর সাথে যোগাযোগ করতে সূত্রে উল্লিখিত হটলাইনে ফোন করুন।

[source]

n

Myth 8

আমি ১০ সেকেন্ড শ্বাস আটকে রেখে অস্বস্তি হয় কিনা পরীক্ষা করার মাধ্যমে নিজেই নিজের করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে কিনা বুঝতে পারবো

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

বিশ্বের কোনো স্বাস্থ্য সংস্থা কিংবা স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে এধরণের কোনো তথ্য পাওয়া যায় নি। এটা করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার কোনো স্বীকৃত পদ্ধতি নয়।

[source]

n

Myth 9

মশার কামড়ের মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে না

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

করোনা ভাইরাস আমাদের ফুসফুসজাত তরল যেমন হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে থাকে এবং সংক্রমণ করে থাকে, রক্তের মাধ্যমে নয়। ফলে, মশার কামড়ের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু মশার কামড়ের মাধ্যমে অন্যান্য গুরুতর রোগের সংক্রমণ হয়ে থাকে, যেমন - ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি।

[source]

y

Myth 10

করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হতে হলে হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে অন্তত ৬০% এলকোহল থাকা প্রয়োজনীয়

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

গবেষণাগারে চালানো নানা পরীক্ষা থেকে সন্দেহাতীতভাবে জানা গিয়েছে যে ৬০% ইথানল এবং ৭০% আইসোপ্রোপানল এর মিশ্রণ 2019-nCOV বা নভেল করোনা ভাইরাস এবং সমগোত্রীয় ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে। এই মিশ্রণটি CDC (যুক্তরাষ্ট্রের প্রধাণ রোগ নিয়ন্ত্রণকারী সংস্থা) কর্তৃক সুপারিশ করা। যদি এই ধরণের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার সুযোগ না থাকে, চিন্তার কোনো কারণ নেই। সাধারণ সাবান এই ভাইরাস কে নিষ্ক্রিয় করতে ঠিক একই পরিমাণ কার্যকর।

[source]

y

Myth 11

চীন কিংবা করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে এরকম যেকোন দেশে উৎপাদিত পণ্যের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ হতে পারে

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

যদিও করোনা ভাইরাস কোন পৃষ্ঠতলে পড়ার পর কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সেখানে থাকতে পারে (বিষয়টি অনেকটা পৃষ্ঠতলের উপর নির্ভরশীল), এক দেশ থেকে আরেক দেশে নিয়ে আসায় সেই পৃষ্ঠতল যে পরিমাণ নড়াচড়ার মধ্যে দিয়ে যায়, যে পরিমাণ যাত্রাপথ অতিক্রম করে আর যত ধরণের তাপমাত্রা এবং আবহাওয়ার মধ্য দিয়ে যায় - তার পরও করোনা ভাইরাসটি সেই পৃষ্ঠতলে থেকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

[source]

n

Myth 12

থার্মাল স্ক্যানার বা তাপ-ভিত্তিক স্ক্যানার এর মাধ্যমে সন্দেহাতীতভাবে করোনা ভাইরাস সংক্রমণ নির্ণয় করা সম্ভব

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

থার্মাল স্ক্যানার শুধু জ্বরে আক্রান্ত ব্যক্তি, অর্থাৎ যাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশী, তাদের শনাক্ত করতে পারে। জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ শনাক্তকরণের ক্ষমতা থার্মাল স্ক্যানার এর নেই।

[source]

n

Myth 13

রসুন খাওয়ার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা কমিয়ে আনা যায়

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

রসুন খাওয়ার সাথে করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনার কোনও সম্পর্ক নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রদত্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ নিরাময়ের কোনো পদ্ধতি আবিষ্কৃত হয় নি।

[source]

n

Myth 14

লবণ বা ভিনেগার মিশ্রিত গরম পানি পান করা কিংবা কুলি করার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করা যায়।

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

লবণ বা ভিনেগার মিশ্রিত গরম পানি পান করা কিংবা কুলি করার সাথে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের কোনো সম্পর্ক নেই।

[source]

n

Myth 15

যেহেতু আমি ডাক্তার বা স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, এই পরিস্থিতিতে সাহায্য করার কিংবা অবদান রাখার আমার কোনো সুযোগ নেই।

সত্য মিথ্যা

আপনার উত্তরটি সঠিক

আপনার উত্তরটি সঠিক নয়

শুধুমাত্র ব্যক্তিগত জীবনে সঠিক সতর্কতা অবলম্বনের মাধ্যমে, নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের গতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। মনে রাখতে হবে - আমি যদি ১০ জন মানুষের মাঝে করোনা ভাইরাস ছড়িয়ে দেই, সেই ১০ জন প্রত্যেকে পরবর্তীতে আরও ১০ জন করে মানুষের মাঝে ছড়াবে ভাইরাসটি, যার ফলাফল স্বরূপ সর্বমোট ১১০ জন সংক্রমিত হবে। এই ১১০ জন প্রত্যেকে আরও ১০ জন করে মানুষকে সংক্রমণের শিকার করবে, যার ফলে সর্বমোট ১২১০ জন সংক্রমিত হবে। এভাবে চলতেই থাকবে। সুতরাং, আমি যদি ব্যক্তিগত উদ্যোগে প্রথম ১০ জনকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারি, তাহলে আমি সামগ্রিক ভাবে হাজার হাজার মানুষকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারবো।

[source]

n

শাবাশ!

অনেক ভালো!

আরো জানতে হবে!

আপনি 15 টি প্রশ্নের মধ্যে 0 টির সঠিক উত্তর দিয়েছেন





আবার খেলুন